WB Gram Panchayat Exam Preparation Set 02 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি সেট 02, বাছাই করা 70টি প্রশ্ন।

আপনি কী পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর পড় থেকেই বিপুল সংখ্যক কর্মী নিয়োগের এই সুযোগ একেবারেই হাতছাড়া করতে চান না আগ্রহী চাকরিপ্রার্থীরা। এখানে, আমরা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর একটি সেট তুলে ধরেছি যা আপনার পরীক্ষার প্রস্তুতি আরও জোরদার করতে সাহায্য করবে।

প্রতিটি প্রশ্ন বিগত কয়েক বছরের প্রশ্নপত্র গুলি মূল্যায়ন করে তৈরি করা হয়েছে। পরীক্ষার আগে অবশ্যই ভালো করে পড়ে রাখুন এবং চাকরির পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।

ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

1) পৃথিবীর কেন্দ্র মন্ডলের তাপমাত্রা কত ডিগ্রী সেলসিযাস?

উত্তর: 4000

2) জলের গতিবেগ মাপার একক কি?

উত্তর: কিউসেক।

3) সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?

উত্তর: কেরালা।

4) ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় কোন স্কেলের সাহায্যে?

উত্তর: রিকটার।

5) ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত?

উত্তর: রাজস্থান।

6) মাজুলী দ্বীপ কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর : ব্রহ্মপুত্র।

7) ভারতের সবচেয়ে পুরনো তৈল খনির নাম কি?

উত্তর: ডিগবয়।

8) পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি?

উত্তর: তিব্বত।

9) সারা বছর দিন রাত্রি সমান হয় কোথায়?

উত্তর: নিরক্ষীয় রেখায়।

10) গরম পানি অভয়ারণ্য কোথায় দেখা যায়?

উওর: আসামে।

11) লুনি নদীর উৎস স্থল কোথায়?

উত্তর: আনাস সাগর হ্রদ।

12) পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি?

উত্তর: কলসুবাই।

13) দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?

উত্তর: 24 ঘন্টা 52 মিনিট

14) ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়?

উত্তর : তামিলনাড়ু।

15) কর্কট সংক্রান্তি বলা হয়?

উত্তর: 21 শে জুন।

16) ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর কোনটি?

উত্তর: কান্ডালা।

17) কর্কটক্রান্তি রেখা কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে?

উত্তর: ৪ টি।

18) নামদফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: অরুণাচল প্রদেশ।

19) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বাগিচা ফসল উৎপাদিত হয়?

উত্তর: কেরালা।

20) কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম কি?

উত্তর: রেগুর।

21) ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি?

উত্তর: ইন্দিরা পয়েন্ট।

22) ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?

উত্তর: আফগানিস্তান ও পাকিস্তান।

23) ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?

উত্তর: যোগ।

24) পৃথিবীর মধ্যে কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে?

উত্তর: আমাজন।

25) আন্তর্জাতিক তারিখ রেখার মান কত?

উত্তর: 180°।

26) সূর্যকে সবচেয়ে বড় দেখায় কোন দিন?

উত্তর: ও রা জানুয়ারি।

27) ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা কটি?

উত্তর: 92 টি।

28) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

উত্তর: NH44

29) সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত?

উত্তর: 1013. 2 মিলিবার।

30) ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?

উত্তর: সিয়াচেন।

31) চেন্নাই শহরটি কোন উপকূলে অবস্থিত?

উত্তর: করমন্ডল।

32) ONGC সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: দিল্লি।

33) সর্দার সরোবর পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: নর্মদা।

34) পৃথিবীর কসাইখানা নামে পরিচিত?

উত্তর: শিকাগো।

35) পাকিস্তানের প্রধান নদীর নাম কি?

উত্তর: সিন্ধু।

36) পঞ্চ সমুদ্র বন্দর বলা হয় কাকে?

উত্তর: লন্ডন।

37) প্রাচ্যের ব্রিটেন বলা হয়?

উত্তর: জাপানকে।

38) পৃথিবীর বৃহত্তম নগর কোনটি?

উত্তর: টোকিও।

39) বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার কোনটি

উত্তর: আবাদান।

40) পঞ্চ নদের দেশ কাকে বলা হয়?

উত্তর: পাঞ্জাব।

41) পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?

উত্তর: আন্দিজ।

42) সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?

উওর: শুক্র।

43) পৃথিবীর নিকটতম বায়ুমণ্ডলের স্তর কোনটি?

উত্তর: ট্রপোস্ফিয়ার।

44) এরোপ্লেন সাধারণত কোন স্তরের মধ্যে দিয়ে চলাচল করে?

উত্তর: স্ট্রাটোস্ফিয়ার।

45) জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোন শিলায়?

উত্তর: পাললিক শিলায়।

46) চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে?

উত্তর: 1.3 সেকেন্ড

47) হ্যালির ধূমকেতু দেখা যায় কত বছর অন্তর?

উত্তর: 76 বছর।

48) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উত্তর : সান্দাকাফু।

49) দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে?

উত্তর: গোদাবরী।

50) দক্ষিণের গঙ্গা বলা হয় কাকে?

উত্তর: কাবেরী।

51) পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি?

উত্তর: ল্যাম্বার্ট।

52) আসোয়ান বাঁধ কোথায় অবস্থিত?

উত্তর: মিশরে।

53) বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?

উত্তর: ভাটিকান সিটি।

54) মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় কাকে?

উত্তর: নরওয়ে।

55) বিশ্বের চিনির পাত্র বলা হয় কাকে?

উত্তর: কিউবা।

56) হাজার হ্রদের দেশ নামে পরিচিত?

উত্তর: ফিনল্যান্ড।

57) রেড স্কয়ার কোথায় অবস্থিত?

উত্তর: মস্কোতে।

58) বায়ুমন্ডলের কোন স্তরের মধ্যে মেঘ ঝড়ঝঞ্জা ইত্যাদি সৃষ্টি হয়?

উত্তর: ট্রপোস্ফিয়ার।

59) নাগা জলপ্রপাত কোথায় অবস্থিত?

উত্তর : কানাডা।

60) বাংলাদেশের রাজধানী ঢাকা কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর : বুড়িগঙ্গা।

61) দক্ষিণ ভারতের কাশি বলা হয় কোন শহরকে?

উত্তর : মাদুরাই।

62) ভারতের উচ্চতম শহর কোনটি?

উত্তর: লে।

63) ভারতের গভীরতম বন্দর কোনটি?

উত্তর: বিশাখাপত্তনম।

64) এশিয়ার রোম বলা হয় কোন শহরকে?

উত্তর: দিল্লি।

65) হ্রদের শহর বলা হয় কাকে?

উত্তর: হায়দ্রাবাদ।

66) ভারতের সুইজারল্যান্ড বলা হয় কোন শহরকে?

উত্তর : শ্রীনগর।

67) ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে?

উওর: আমেদাবাদ।

68) সেলুলার জেল কোথায় অবস্থিত?

উত্তর: আন্দামান নিকোবার।

69) ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি?

উত্তর : তারাপুর।

70) সাদা কয়লা বলা হয় কাকে?

উত্তর : জলবিদ্যুৎ।

আরও পড়ুন- বিভিন্ন বিষয়ের জনক থেকে বাছাই করা 40টি প্রশ্ন

Leave a Comment