WB Gram Panchayat Exam Preparation Set 01 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি সেট 01, বাছাই করা 40টি প্রশ্ন।

আপনি কী পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর পড় থেকেই বিপুল সংখ্যক কর্মী নিয়োগের এই সুযোগ একেবারেই হাতছাড়া করতে চান না আগ্রহী চাকরিপ্রার্থীরা। এখানে, আমরা বিভিন্ন বিষয়ের জনক থেকে বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি সেট তুলে ধরেছি যা আপনার পরীক্ষার প্রস্তুতি আরও জোরদার করতে সাহায্য করবে।

প্রতিটি প্রশ্ন বিগত কয়েক বছরের প্রশ্নপত্র গুলি মূল্যায়ন করে তৈরি করা হয়েছে। পরীক্ষার আগে অবশ্যই ভালো করে পড়ে রাখুন এবং চাকরির পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকুন।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি সেট 01, বিভিন্ন বিষয়ের জনক থেকে বাছাই করা 40টি প্রশ্ন।

  1. বাংলা চলচিত্রের জনক কে?

উত্তরঃ- হীরালাল সেন

  1. বাংলা গদ্য ছন্দের জনক কে?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

  1. আধুনিক রসায়নের জনক কে?

উত্তরঃ- জন ডাল্টন

  1. আধুনিক বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-রজার বেকন

  1. মুসলিম জাতির জনক কে?

উত্তরঃ- হযরত ইব্রাহীম (আ:)

  1. বাংলা গজলের জনক কে?

উত্তরঃ- কাজী নজরুল ইসলাম

  1. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার (সাইন্টিফিক ম্যানেজমেন্ট) জনক কে?

উত্তরঃ-ফ্রেডরিক উইনসল টেইলর

  1. ব্যবস্থাপনার জনক কে?

উত্তরঃ- হেনরী ফেওল

  1. মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে?

উত্তরঃ- জর্জ এলটন ম্যায়ো

  1. আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে?

উত্তরঃ-ম্যাক্স ওয়েবার

  1. প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?

উত্তরঃ- হেনরী ফেওল

  1. আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?

উত্তরঃ-জর্জ বার্নার্ড শ

  1. রুশসাহিত্যের জনক কে?

উত্তরঃ-ম্যাক্সিম গোর্কি

  1. আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ ল্যাভয়সিয়ে

  1. পারমানবিক বোমার জনক কে?

উত্তরঃ-ওপেন হাইমার

  1. তেজস্ক্রিয়তার জনক কে?

উত্তরঃ-হেনরি বেকরেল

  1. আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-আলবার্ট আইনস্টাইন

  1. গতি বিদ্যার জনক কে?

উত্তরঃ-গ্যালিলিও

  1. হাইড্রোজেন বোমার জনক কে?

উত্তরঃ-অ্যাডওয়ার্ড টেলর

  1. কম্পিউটারের জনক কে?

উত্তরঃ-চার্লস ব্যাবেজ

  1. ই-মেইল এর জনক কে?

উত্তরঃ রে টমলিনসন

  1. লেজার এর জনক কে?

উত্তরঃ-মেইম্যান

  1. www বা world wide web এর জনক কে?

উত্তরঃ-টিম বার্নাস লি

24 হোমিও শাস্ত্রের জনক কে?

উত্তরঃ-ড. স্যামুয়েল হ্যানিম্যান

  1. টেস্ট টিউব বেবির জনক কে?

উত্তরঃ-আর জে এডওয়ার্ড

  1. অলিম্পিকের জনক কে?

উত্তরঃ-ব্যারন পিয়েরে দ্য কুবার্তে

  1. সমাজ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ-অগাস্ট কোত্

  1. সমাজ কর্মের জনক কে?

উত্তরঃ-জন অ্যাডামস

  1. কমিউনিজমের জনক কে?

উত্তরঃ-কার্ল মার্কস

  1. ফ্যাসিজমের জনক কে?

উত্তরঃ-মুসোলীনি

  1. পরিসংখ্যানের জনক কে?

উত্তরঃ- রোনাল্ড আলমার ফিশার

  1. বাংলাদেশের জনক কে?

উত্তরঃ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর

  1. ইন্টারনেটের জনক কে?

উত্তরঃ- ভিন্টন গ্রে কার্ফ

  1. মাইক্রোসফটের জনক কে?

উত্তরঃ- বিল গেটস

  1. মোবাইল ফোনের জনক কে?

উত্তরঃ- মার্টিন কুপার

  1. গুগলের জনক কে?

উত্তরঃ- সার্জেই বিন

  1. ফেসবুকের জনক কে?

উত্তরঃ- মার্ক জুকারবার্গ

  1. টুইটারের জনক কে?

উত্তরঃ- জ্যাক ডোরসেই

  1. আধুনিক ল্যাপটপের জনক কে?

উত্তরঃ- বাল মেগারিজ

40. ATM-এর জনক কে?

উত্তরঃ- জন শেফার্ড ব্য

Home Page

Leave a Comment