Static GK For All Exam – বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল

সুপ্রিয় বন্ধুরা আজকের এই পোস্টে Static GK থেকে বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল তালিকা শেয়ার করলাম। এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

Static GK For All Exam – বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল তালিকা

সমাধিস্থলব্যক্তি
বিজয় ঘাটলাল বাহাদুর শাস্ত্রী
কিষাণ ঘাটচরণ সিং
রাজঘাটমহাত্মা গান্ধি
শক্তিস্থলইন্দিরা গান্ধি
শান্তিবনজওহরলাল নেহরু
ঐকতাস্থলজ্ঞানী জৈল সিং/চন্দ্রশেখর
চৈত্যভূমিবি.আর. আম্বেদকর
সমতাস্থলজগজীবন রাম
কাবুলবাবর
লাহোরজাহাঙ্গীর
সেকেন্দ্রা (আগ্রা)আকবর
সাসারাম (বিহার)শেরশাহ
অভয়ঘাটমোরারজী দেশাই
নারায়ণ ঘাটগুলজারিলাল নন্দ
অভয়ঘাটমোরারজী দেশাই
বীরভূমিরাজীব গান্ধি
তাজমহলমমতাজ
দিল্লি (টোম্ব)হুমায়ুন
আগ্রা (তাজমহল)শাহজাহান
মরভি (মহারাষ্ট্র)নানাসাহেব
মিশরআলেকজাণ্ডার
ব্রিস্টল (ইংল্যাণ্ড)রাজা রামমোহন
মহাপ্রয়াণ ঘাটড. রাজেন্দ্র প্রসাদ

বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল থেকে প্রশ্ন উত্তর

1. রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায়?

উত্তর: বীরভূমি

2. কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত?

উত্তর: ইন্দিরা গান্ধি

3. শান্তিবন কার সমাধিস্থল?

উত্তর: জওহরলাল নেহরু

4. কিষান ঘাট কার সমাধিস্থল?

উত্তর: চরণ সিং

5. বিজয় ঘাট কার সমাধিস্থল?

উত্তর: লাল বাহাদুর শাস্ত্রী

Leave a Comment